হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. হারুনুর রশিদ ওরফে বডি বিল্ডার হারুন। তাঁর গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে। 

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী ও প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুলকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ওই যুবককে এই দণ্ড দেন আদালত। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ জুন নগরের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি হয়। লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা ফজলে এলাহী আরজু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদ হোসেন চৌধুরী মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ২১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে হারুনুর রশিদকে একমাত্র আসামি করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি বিচারিক পর্যায়ে আটজনের মধ্যে সাতজন সাক্ষ্য দিয়েছেন। মামলার একমাত্র আসামির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপরাধ প্রমাণিত হয়েছে। এই কারণে আসামিকে উল্লেখিত সাজা ও জরিমানা দেওয়া হয়েছে।’

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে