হোম > সারা দেশ > কুমিল্লা

ফেনীতে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৬

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

ফেনীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ছয়জন হয়েছেন। যদিও প্রথম দুজন নিহত হওয়ার তথ্য জানিয়েছিল পুলিশ। নিহতদের মধ্যে ট্রাকের চালক, সহকারীসহ তিন বন্ধু রয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত তিন বন্ধু হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে দীন মোহাম্মদ (২২) এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত (১৭) ইয়াছিনের ছেলে মো. সাজ্জাদ হোসেন (১৭)। এ ছাড়া ঘটনাস্থলে ট্রাকচালক মিজানুর রহমান ও তাঁর সহকারী আবুল খায়ের এবং হাসপাতালে মারা গেছেন আশিক নামে আরেক ব্যক্তি। 

যদিও রেলওয়ে পুলিশ বলছে, দুজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

নিহত তিন বন্ধুর এক বন্ধু কেফায়েত উল্যাহ বলেন, ঈদের কেনাকাটা করার জন্য চট্টগ্রাম যাওয়ার জন্য সাহ্‌রি খাওয়ার পর তাঁরা সকালে হাসানপুর স্টেশনে একত্রিত হন। সকাল সাড়ে ৭টায় ট্রেনে উঠে ১১ বন্ধু চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। ফেনী স্টেশন ছাড়ার পর দীন মোহাম্মদ, রিফাত ও সাজ্জাদ ট্রেনের ইঞ্জিনের সামনে গিয়ে বসেন। ফেনীর ফাজিলপুর এলাকায় একটি বালুর ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে তিন বন্ধুসহ কয়েকজন নিহত হন। ট্রেনটি একটু সামনে গিয়ে দাঁড়ালে বাকিরা নেমে পড়েন। স্থানীয়দের সহযোগিতায় একটি মাইক্রোবাসে করে তিন বন্ধুর লাশ বাড়িতে নিয়ে যান। 

নিহত সাজ্জাদের বাবা ইয়াছিন বলেন, ‘সাহ্‌রি খেয়ে তারা বেরিয়ে যায়। সকালে আমি ঘাস কাটতে মাঠে চলে যাই। মাঠে থাকা অবস্থায়ই দুর্ঘটনার খবর পাই।’ 

চিওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘আমার এলাকার তিনজন নিহত হয়েছে। বিকেলে তাদের জানাজা শেষে একই গোরস্থানে দাফন করা হয়েছে। তারা সবাই ওয়ার্কশপ ও বিভিন্ন দোকানে চাকরি করে।’ 

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, এই দুর্ঘটনায় চৌদ্দগ্রামের কেউ নিহত হওয়ার খবর তাঁর জানা নেই। তবে দুর্ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন বলে তিনি জানান। 

রেলওয়ের পুলিশের চট্টগ্রাম পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার খবরটি আমি পেয়েছি, ঘটনাস্থলে ট্রাকচালক ও সহকারী এবং হাসপাতালে আশিক নামে আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’ তবে চৌদ্দগ্রামের তিনজন নিহত হওয়ার খবর তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে। 
 
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ফেনী রেলওয়ের স্টেশনমাস্টার ইমাম উদ্দিন সেন্টু।

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা