চট্টগ্রামের আনোয়ারায় ননদের সঙ্গে তাবিজ পুতঁতে গিয়ে ননদের পরিচিতদের দ্বারা গণধর্ষনের শিকার হয়েছেন এক গৃহবধু। গত মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর গত বৃহস্পতিবার ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ প্রধান আসামী আব্দুর রহিমকে (৪০) গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।
আনোয়ারা থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী তাঁর ননদকে নিয়ে আবদুর রহিমের মাধ্যমে চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরী থেকে বটতলী হলিদিয়া পাড়ায় এক কবিরাজের কাছে যান। সেখান থেকে কৌশলে হলুদিয়াপাড়া গ্রামের একটি সেচ পাম্পের ঘরে নিয়ে আব্দুর রহিম ও তাঁর ৫ সহযোগী মিলে ওই নারীকে ধর্ষণ করে।
এ বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, ‘ভিকটিমের ধর্ষণের অভিযোগ পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে। বাকীদেরও গ্রেফতারের চেষ্ঠা চলছে।