হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলার ভাটিয়ারী রেলস্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ এলাকার কানু দাশের ছেলে বিপ্লব দাশ (২৩) এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির সিভিল স্টাফ ও যশোরের রবিউল হোসেনের ছেলে মো. আসিফ উদ্দিন (২৪)। 

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর ৫টার দিকে চট্টগ্রামমুখী তূর্ণা নিশিথা এক্সপ্রেস ভাটিয়ারী রেলস্টেশন এলাকা অতিক্রমকালে বিপ্লব দাশ নামের ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ট্রেনের নিচে শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ভাটিয়ারী স্টেশন এলাকায় ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন বাংলাদেশ মিলিটারি একাডেমির সিভিল স্টাফ মো. আসিফ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর