হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে বেরিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল অমলের

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

অমল কান্তি দে নান্টু। ছবি: সংগৃহীত

রাউজানে হাসপাতালে ভর্তি স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় অমল কান্তি দে নান্টু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জানালী হাট-সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বেইলি ব্রিজের সামনে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। নিহত অমল কান্তি দে ওই এলাকার রামহরি চৌকিদার বাড়ির সতীশ দের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ চালাতে বাজার-সদাই ও ধারদেনা সেরে বাড়ি ফেরার পথে ফকিরহাট এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন অমল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

নিহত ব্যক্তির পুত্রবধূ প্রিয়া দে বলেন, ‘আমার শাশুড়ি দেবিকা রানী দে দীর্ঘদিন ধরে অসুস্থ। গতকাল চট্টগ্রাম নগরীর পিপলস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসার খরচ জোগাড় করতে বলে বাবা (শ্বশুর) ঘর থেকে বের হন। রাতে জানতে পারি, তিনি আর বেঁচে নেই।’

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। দ্রুতগতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছে। তবে গাড়ির নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।’

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক