হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিদেশি স্ত্রীসহ ভোট দিলেন চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী নওফেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিদেশি স্ত্রী এমা ক্লেয়ারকে সঙ্গে নিয়ে কেন্দ্রে এসে ভোট দিলেন চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ রোববার সকাল ৯টা ৮ মিনিটে চট্টগ্রাম নগরীর মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে তাঁরা ভোট দেন।

এর আগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার অমিত প্রান্ত বলেন, নওফেল সকাল ৯টায় সস্ত্রীক কেন্দ্রে আসেন। এরপর তিনি পুরুষ ভোটকেন্দ্রের সারিতে দাঁড়ান। তাঁর স্ত্রী এমা দাঁড়ান মহিলা ভোটকেন্দ্রের সারিতে। ৯টা ৮ মিনিটে নওফেল একটি বুথে গিয়ে নিজের ভোট দেন। তাঁর ভোটার নম্বর ৩১৩৬। তাঁর স্ত্রী এমা মহিলা ৫ নম্বর বুথে গিয়ে ভোট দেন। এমার ভোটার নম্বর ১৮৩৩।

আজকের পত্রিকাকে প্রিসাইডিং অফিসার বলেন, ভোটারদের উপস্থিতি মোটামুটি ভালো। ভোট গ্রহণ শুরুর পর আধা ঘণ্টায় ৩০টি ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রে পুরুষ ভোটার ৩ হাজার ২১৬ ও মহিলা ভোটার রয়েছেন ১ হাজার ৯৬৩ জন।

চট্টগ্রামে বহদ্দারহাট, চকবাজার, কোতোয়ালি এলাকাসহ বিভিন্ন ভোটকেন্দ্রেও নির্ধারিত সময়ে ভোট গ্রহণ চলছে। ভোট ঘিরে শহরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি রাস্তায় লোকজনের উপস্থিতি কম। শহরের রাস্তায় রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে। এর মধ্যে 
চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে থেমে থেমে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামে ১৬ আসনের জেলা ও মহানগর মিলে এবার মোট ভোটার ৬৩ লাখ ৭ হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৩ হাজার ২৫৫ জন এবং মহিলা ভোটার ৩০ লাখ ২৪ হাজার ৬৮৪ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৫৬ জন। ১৬ আসনে ভোটকেন্দ্র ২ হাজার ২২টি এবং বুথের সংখ্যা ১৩ হাজার ৭৪১টি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত