হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় একজন উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা লাল মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার সকাল ৬টার দিকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ নারীসহ ১৪ জনকে আটক করেছে। 

আহত তিন পুলিশ সদস্য হলেন হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মো. শামীম আল মামুন, কনস্টেবল আব্দুল আল মামুন ও তারিকুল ইসলাম। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। বর্তমানে তাঁরা চমেকে চিকিৎসাধীন। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘মঙ্গলবার রাতে সেখানে পুলিশ টহলে গেলে রাকিব নামের এক ব্যক্তি কিরিচ হাতে নিয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। পুলিশ তাঁকে আটকের চেষ্টা করলে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এসআই মো. শামীম আল মামুনসহ পুলিশের তিন সদস্য গুরুতর আহত হন। লুট হওয়া অস্ত্র আজ বুধবার সকাল ৬টায় উদ্ধার করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘এসআই শামীমের বাম হাতে দুটি আঙুল প্রায় বিচ্ছিন্ন ও মাথায় তিনটি কোপ লেগেছে। কনস্টেবল মামুনের বাম হাত ভেঙে গেছে। তারিকুলের মাথায় কয়েকটি কোপের আঘাত রয়েছে। তিনজনের সারা শরীর কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। সরকারি কর্মচারীদের দায়িত্বপালনে বাধা ও হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই শামীমের নেতৃত্বে তিনজন পুলিশ টহল দিচ্ছিল। এ সময় মছনিয়াকাটা স্টেশনে রাকিব নামের এক যুবক কিরিচ নিয়ে দাঁড়িয়ে ছিল। 

তখন পুলিশ তাঁকে আটকের চেষ্টা করলে ধাওয়া খেয়ে গ্রামের ভেতর চলে যায়। পুলিশ তাঁকে আটক করতে গ্রামের ভেতর অভিযানে নামে। এ সময় ৪০-৫০ জন লোক জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তখন তিন পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পুলিশের একটি শটগান ছিনিয়ে নিয়ে যায়।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি