হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দুই খুন: পুলিশের কাছে গিয়ে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন হতাহতরা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গুলিতে নিহতদের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীতে সন্ত্রাসীদের গুলিতে প্রতিপক্ষের দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে একটি প্রাইভেট কারে হামলা চালালে এ ঘটনা ঘটে। আহতরা বলছেন, তাঁরা সড়কে টহল দেওয়া পুলিশ সদস্যদের কাছে গিয়ে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন। এর মধ্যেই পেছন থেকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তদের গুলিতে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত দুজন হলেন মোহাম্মদ আবদুল্লাহ ও বখতেয়ার উদ্দিন মানিক। তাঁদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। আবদুল্লাহ কক্সবাজারের এবং মানিক চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। তাঁরা নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকায় থাকতেন। আহত হন মো. রবিন ও হৃদয় নামের দুজন।

পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক রবিন জানান, আবদুল্লাহ ও মানিক তাঁর বন্ধু। ঘটনার সময় তাঁদের প্রাইভেট কারে মোট ছয়জন ছিলেন। চালক মানিকের পাশের আসনে বসেছিলেন সরোয়ার হোসেন বাবলা। আর পেছনের আসনে ছিলেন রবিন, আবদুল্লাহ, ইমন ও হৃদয়। সরোয়ার চট্টগ্রামে সন্ত্রাসীদের একটি গ্রুপ পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে।

আহতদের তথ্যমতে, শনিবার রাত ৯টার দিকে শেরশাহ এলাকা থেকে আবদুল্লাহ, মানিক, রবিন ও ইমন ঈদের কেনাকাটা করার জন্য প্রাইভেট কার নিয়ে বের হন। ঘণ্টাখানেক পর সরোয়ার ফোন করে আবদুল্লাহকে বাকলিয়ায় শাহ আমানত সেতু এলাকায় যেতে বলেন। তাঁরা গাড়ি নিয়ে সেখানে যান। সেতুর পশ্চিমে বালুমহালের একটি একতলা পরিত্যক্ত ভবনের ছাদে আগে থেকে সরোয়ার ও হৃদয় বসা ছিলেন। তাঁরাও সেখানে পৌঁছে কিছুক্ষণ অবস্থান করেন।

রবিন বলেন, ‘দুই ঘণ্টারও বেশি সময় ধরে সরোয়ার ভাই মিটিং করছিলেন। আমরা কাছে ছিলাম। পরে ক্ষুধা লাগায় আমি আর ইমন সেতুর ও পাড়ে মইজ্জ্যারটেকে হোটেলে ভাত খেতে যাই। ভাত খেয়ে আসার আরও ঘণ্টাখানেক পর রাত আড়াইটার দিকে সরোয়ার ভাইসহ আমরা কার নিয়ে বেরিয়ে আসি। এরপর কার বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। কয়েক মিনিটের মধ্যেই পেছন থেকে অনুসরণ করা ৩-৪টি মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে। তাদের মাথায় হেলমেট ছিল।’

রবিনের তথ্য অনুযায়ী, প্রাইভেট কারের পেছনে বসা আবদুল্লাহ ভেতরেই গুলিবিদ্ধ হন। গুলির মুখে প্রাইভেট কারটি বাকলিয়া এক্সেস সড়কে ঢোকে। চন্দনপুরায় ওই সড়কের প্রবেশমুখে পৌঁছানোর পর পুলিশের একটি গাড়ি দেখতে পেয়ে ছয়জন প্রাইভেট কার থেকে নেমে যান এবং পুলিশের কাছে বাঁচানোর আকুতি জানান। পরে ছয়জন দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু পেছনে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীদের গুলিতে আবদুল্লাহ ও মানিক ঘটনাস্থলে মারা যান। রবিন ও হৃদয় পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সরোয়ার ও ইমন দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন। রবিন আহত অবস্থায় দৌড়াতে গিয়ে একটি রেস্তোরাঁর সামনে পড়ে যান। রেস্তোরাঁর লোকজন তাঁকে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়ে তিনি প্রাণ রক্ষা করেন।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরের সামনে আহাজারি করা আবদুল্লাহর মা রাশেদা বেগম ও স্ত্রী পিয়ামণি জানান, সরোয়ারের ঘনিষ্ঠ হওয়ায় আবদুল্লাহ আরেক সন্ত্রাসী ছোট সাজ্জাদের রোষানলে পড়েছিলেন। ছোট সাজ্জাদ দুই মাসে আগে আবদুল্লাহকে পায়ে গুলি করেছিল। সাজ্জাদের পক্ষের লোকজন প্রাইভেট কারে মূলত সরোয়ার ও আবদুল্লাহকে টার্গেট করেছিল।

রাশেদা বেগম বলেন, ‘মাস দু-এক আগে সাজ্জাদ্যা রাউজানে আমার ছেলের পায়ে গুলি করেছিল। আমার ছেলে দুই মাস ঘর থেকে বের হতে পারেনি। ঈদের শপিং করার জন্য দুই মাস পর বের হয়েছিল। সাজ্জাদ্যার সন্ত্রাসীরা আমার ছেলেকে খুন করেছে। আমি বিচার চাই।’

পিয়ামণি বলেন, ‘সাজ্জাদ গ্রুপের লোকজন আমার স্বামীকে খুন করেছে। আবদুল্লাহ কেন সরোয়ারের সাথে থাকে, তার সাথে কথা বলে, এ জন্য সাজ্জাদের খুব রাগ। আবদুল্লাহকে পায়ে গুলিও করেছিল। আমাদের ধারণা, সরোয়ারকে মারতে হামলা করেছিল সাজ্জাদের লোকজন। আবদুল্লাহও তাদের টার্গেট ছিল।’

এ বিষয়ে জানতে চাইলে নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবীর বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা যাবে না।’

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে