হোম > সারা দেশ > চট্টগ্রাম

কবিরহাটে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে পুকুরে ডুবে মো. হামদাদ (৭) ও হাসান (৬) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বাটইয়া ইউনিয়নের দক্ষিণ গাজীরবাগ মসজিদের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। তারা দক্ষিণ গাজীরবাগ গ্রামের হাসান আলী জমদার বাড়ির মাওলানা হারুনের ছেলে।

এলাকাবাসী জানায়, ছয় ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট হাসান, তার এক বছরের বড় হামদাদ। হাসান স্থানীয় একটি কিন্ডারগার্টেনে নার্সারিতে এবং হামদাদ প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। স্কুল শেষে বাড়ি ফিরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির সামনে মসজিদের পাশে খেলতে যায় দুই ভাই। একসময় মসজিদের পুকুরে পড়ে ডুবে যায় তারা।

এলাকাবাসী আরও জানায়, পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুই শিশুর প্রতিবেশী মো. সোলায়মান বলেন, ছয় ভাইয়ের মধ্যে ছোট ছিল হাসান, তার বড় হামদাদ। বিকেলে পারিবারিক কবরস্থানে দুজনের লাশ দাফন করা হয়।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ