হোম > সারা দেশ > চট্টগ্রাম

কবিরহাটে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে পুকুরে ডুবে মো. হামদাদ (৭) ও হাসান (৬) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বাটইয়া ইউনিয়নের দক্ষিণ গাজীরবাগ মসজিদের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। তারা দক্ষিণ গাজীরবাগ গ্রামের হাসান আলী জমদার বাড়ির মাওলানা হারুনের ছেলে।

এলাকাবাসী জানায়, ছয় ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট হাসান, তার এক বছরের বড় হামদাদ। হাসান স্থানীয় একটি কিন্ডারগার্টেনে নার্সারিতে এবং হামদাদ প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। স্কুল শেষে বাড়ি ফিরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির সামনে মসজিদের পাশে খেলতে যায় দুই ভাই। একসময় মসজিদের পুকুরে পড়ে ডুবে যায় তারা।

এলাকাবাসী আরও জানায়, পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুই শিশুর প্রতিবেশী মো. সোলায়মান বলেন, ছয় ভাইয়ের মধ্যে ছোট ছিল হাসান, তার বড় হামদাদ। বিকেলে পারিবারিক কবরস্থানে দুজনের লাশ দাফন করা হয়।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড