হোম > সারা দেশ > চট্টগ্রাম

বোয়ালখালীতে বাগ্‌বিতণ্ডার জেরে মারধরে স্কুলছাত্র নিহত, কিশোর গ্রেপ্তার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে খেলার সময় বাগ্‌বিতণ্ডার জেরে কয়েকজনের মারধরে মো. আরিফ (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্কুলছাত্র নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আজ সোমবার সকালে মামলা করা হয়েছে।’ 

নিহত আরিফ সারোয়াতলী ইউনিয়নের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির মো. জাকির হোসেনের ছেলে। সে শাকপুরা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। 

নিহতের বাবা মো. জাকির হোসেন বলেন, ‘গতকাল বিকেলে স্কুল ছুটির পর আরিফ ঘরে আসে। এরপর চা-নাশতা খেয়ে বাড়ির পাশে খেলতে যায়। খেলার সময় প্রতিবেশী এক কিশোরের সঙ্গে ঝগড়া হয়। ওই কিশোরসহ কয়েকজন মিলে আরিফকে মেরে রাস্তার ধারে ফেলে রাখে।’ 

আহত আরিফকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। রাত ৯টার দিকে চমেক হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি সদস্য মো. আব্বাস উদ্দিন বলেন, ‘খেলার সময় আরিফের সঙ্গে এক কিশোরের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে ওই কিশোর, তার ভাই ও মা মিলে আরিফকে মেরেছে বলে জানতে পেরেছি। এতে আরিফের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করেছে।’

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির