হোম > সারা দেশ > চট্টগ্রাম

খোলা পেট্রল বিক্রির দায়ে কর্ণফুলীতে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

নিয়ম–নীতি না মেনে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রির দায়ে চট্টগ্রামের কর্ণফুলীতে ছয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। আজ মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। 

প্রতিষ্ঠানগুলো হলো মা বাবা এন্টারপ্রাইজ, শাহ্ জালাল ওয়েল সাপ্লায়ার্স, শাহ্ জালাল ওয়েল সাপ্লায়ার্স-২, শাহ ছমিয়া অটোমোবাইল, আবুল কালাম এন্টারপ্রাইজ ও মাহাবাবু অ্যান্ড কোম্পানি। 

ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘দোকানের সামনে বোতলে সারি করে রাখা পেট্রল, ডিজেল ও অকটেন নিয়ম–নীতির তোয়াক্কা না করেই যে কোনো ব্যক্তির কাছেই এই জ্বালানি বিক্রি করছেন দোকানিরা। খোলা তেল বিক্রিতে নাশকতার আশঙ্কা থাকে। পাশাপাশি রয়েছে দুর্ঘটনার শঙ্কা, অথচ জ্বালানি তেল বিক্রি করতে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি অত্যাবশ্যক। 

কিন্তু কোনো ধরনের অনুমিত ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে এসব তেল বিক্রি করছেন দোকানিরা। জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত