হোম > সারা দেশ > কক্সবাজার

দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা পল্লি চিকিৎসক নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নূর হাবিব ওরফে ডাক্তার মোহাম্মদ ওয়াক্কাস নামে এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/ ৩ ব্লকে এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘৯ নম্বর ক্যাম্পের সি/ ৩ ব্লকের মোহাম্মদ ইয়াসিনের শেডের সামনে আনুমানিক ৩০ জনের একটি দুর্বৃত্ত দল ওয়াক্কাসকে মাথায় কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ করে ওসি জানান, এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত আছে। 

 ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মোহাম্মদ হাশিম (৪৬) জানান, মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা ওয়াক্কাস ২০১৭ সালে বাংলাদেশে আশ্রয় নেন। সিটুওয়ে বিশ্ববিদ্যালয়ে পড়া ওয়াক্কাস মেডিকেল পল্লি চিকিৎসক ছিলেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্যাম্পের এক রোহিঙ্গা মাঝি জানান, আরসার সঙ্গে ওয়াক্কাসের ভালো সম্পর্ক ছিল। প্রতিপক্ষরা বিরোধের কারণে তাকে খুন করে থাকতে পারে। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল