আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে যোগ দিতে এরই মধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে আসতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। নেতা-কর্মীদের মিছিল থেকে দেওয়া হচ্ছে নানা স্লোগান। তাঁদের হাতে রয়েছে বিভিন্ন প্ল্যাকার্ড।
দুপুরের পরে প্রধানমন্ত্রী সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুর ইসলাম চৌধুরী। তিনিই সমাবেশের সভাপতিত্ব করবেন।
এদিকে জনসভাস্থলে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন। কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী সমাবেশে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা ভাগ ভাগ হয়েছে মিছিল নিয়ে পুরো কক্সবাজার শহর প্রদক্ষিণ করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর এই জনসভা শুধু স্টেডিয়ামেই হবে না, গোটা কক্সবাজার শহরে ছড়িয়ে যাবে।’
দ্বাদশ জাতীয় নির্বাচনের বাকি এক বছরের বেশি। গত মাসে যশোরে জনসভা করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সর্বশেষ ৪ ডিসেম্বর চট্টগ্রামে জনসভা করেন তিনি।
আরও পড়ুন: