হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে খাল থেকে হাত-মুখ বাঁধা চালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ফটিকছড়ি প্রতিনিধি

খুন হওয়া অটোরিকশাচালক সন্তোষ চন্দ্র নাথ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি লেলাং ইউনিয়নে নিখোঁজের ১১ দিন পর হাত-মুখ বাঁধা অটোরিকশাচালক সন্তোষ চন্দ্র নাথের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) লেলাং ইউনিয়নের লালপুলসংলগ্ন এলাকার লেলাং খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সন্তোষ নাথ লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সীমান্ত মহাজন বাড়ির পরিমল নাথের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে স্থানীয়রা খালে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। উদ্ধার করার সময় লাশের হাত, পা, মুখ বাঁধা ছিল।

‎সন্তোষের বাবা পরিমল চন্দ্র নাথ জানান, ৯ জুলাই সকালে সন্তোষ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। তিনি আরও জানান, সন্তোষ নাথ স্থানীয়ভাবে টুকটাক ব্যবসা করতেন, অনেকের লেনদেন রয়েছে। এ নিয়ে কারও সঙ্গে বিরোধের জেরেই হয়তো এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।‎

ঘটনাস্থলে থাকা নিহতের স্ত্রী ঝর্না রাণী নাথ বিলাপ করতে করতে বলেন, ‘আমার স্বামী কয়েকদিন আগে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজকে লাশ হয়ে ফিরল। এখন দুই ছেলেমেয়ে নিয়ে আমি কীভাবে বাঁচব!’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল