হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফের ৫ শতাংশ পানির দাম বাড়াল চট্টগ্রাম ওয়াসা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেড় বছরের মধ্যে আবাসিক-অনাবাসিক খাতে পাঁচ শতাংশ পানির দাম বাড়িয়েছে চট্টগ্রাম ওয়াসা। আজ বৃহস্পতিবার ওয়াসা বোর্ডের ৬৪তম সভায় প্রস্তাবটি অনুমোদন পায়।

সভায় আবাসিক খাতে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১২ টাকা ৪০ পয়সার পরিবর্তে ১৩ টাকা ২ পয়সা ও বাণিজ্যিকে ৩০ টাকা ৩০ পয়সার পরিবর্তে ৩১ টাকা ৮২ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে বোর্ড সভার সিদ্ধান্তে বলা হয়েছে।

সভায় বলা হয়, চট্টগ্রামে ওয়াসার বিলযোগ্য সংযোগ সংখ্যা ৭৭ হাজার ২৬৫ টি। এর মধ্যে ৭১ হাজার ৯৯২টি আবাসিক ও ৫ হাজার ২৭৩টি অনাবাসিক। গত ২০২০ সালের ১ মার্চ প্রতি হাজার লিটার পানিতে আবাসিকে ১২ দশমিক ৪০ টাকা এবং অনাবাসীকে ৩০ দশমিক ৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে সংযোগে ৯৩ শতাংশ ব্যবহার হয় আবাসিকে এবং ৯ শতাংশ অনাবাসিকে। 

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৬৬ এর ২২ (২) ধারা অনুযায়ী পানির ইউনিট প্রতি দর ৫ শতাংশ বাড়ানোর ক্ষমতা রয়েছে চট্টগ্রাম ওয়াসার। সে অনুযায়ী পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর বিষয়ে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটিসহ সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, ‘দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ পানির মূল্যও বাড়ায় এমনিতে নাভিশ্বাস, এ অবস্থায় পানির দাম বাড়ানো খুবই অযৌক্তিক। কারণ আবাসিক গ্রাহকদের মধ্যে নিম্ন আয়ের মানুষও রয়েছেন। পানির দাম না বাড়িয়ে পানির অপচয় কমানো, বকেয়া বিল আদায় ও সঠিক বিল তৈরিতে ওয়াসার নজর দেওয়া উচিত।’ 

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত