হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিদ্যুৎ চলে যাওয়ায় মোবাইলের টর্চে শুল্কায়ন কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিদ্যুৎ চলে যাওয়ায় দেশের বৃহৎ শুল্ক আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউসে এক ঘণ্টা শুল্কায়নসহ কার্যক্রম বন্ধ ছিল। এ সময় কাস্টমস হাউসের সম্মেলন কক্ষ শুল্কায়ন কমিটির সভা চলছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় পর মোবাইলের টর্চ জ্বালিয়ে পুরো সভা শেষ করা হয়। এ সময়ে জেনারেটরের কোনো সাপোর্ট পাওয়া যায়নি। 

শুল্কায়ন কমিটির সভায় অংশগ্রহণ করা চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক মো. আশরাফুল হক স্বপন বলেন, ‘আমার ৪টার দিকে শুল্কায়ন কমিটির সভায় অংশগ্রহণ করতে কাস্টমস হাউসের সভাকক্ষে প্রবেশ করি। এর কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে যায় এবং সভা শেষ হওয়া পর্যন্ত আর আসেনি। এ সময় আমরা মোবাইলের লাইট জ্বালিয়ে সভার কাজ শেষ করি। সভা চলাকালীন প্রায় এক ঘণ্টা সময়ে জেনারেটরের কোনো সাপোর্ট পাওয়া যায়নি।’ 

এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মো. মুশফিকুর রহমান। 

চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ‘আজ দুপুর ৩টার কিছু পরে চট্টগ্রাম কাস্টমস হাউসে বিদ্যুৎ চলে যায়, এ সময় প্রায় ঘণ্টা খানেক হাউসের কাজকর্ম বন্ধ থাকে।’ 

এ বিষয়ে জানতে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার ও মুখপাত্র কাজী ইরাজ ইশতিয়াকে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী