মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
মিরসরাই ফায়ার সার্ভিস এবং বাজারের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে চারটি দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
বাজারের ব্যবসায়ী নুর উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। বড় বড় চারটি মুদি দোকান পুড়ে আনুমানিক কোটি টাকার ক্ষতিক্ষতি হয়েছে।