হোম > সারা দেশ > চট্টগ্রাম

নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনার বাড়ি হস্তান্তর

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচরে জাতীয় মহিলা ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমার জন্য তৈরি বাড়ি হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাড়ির চাবি ফুটবলার রুপনার মা কালাসোনা চাকমার কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

প্রধানমন্ত্রীর নির্দেশে নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক রুপনা চাকমাকে জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে বুয়ো আদাম এলাকায় বাড়িটি নির্মাণ করে দেয় জেলা প্রশাসন।

রুপনা চাকমা ঢাকায় অবস্থান করায় চাবি হস্তান্তর অনুষ্ঠানে ছিলেন না। বাড়ির চাবি হাতে পেয়ে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন রুপনার মা কালাসোনা চাকমা। এ সময় তিনি জেলা প্রশাসককে নতুন বাড়িতে মিষ্টিমুখ করান।

বাড়ি নির্মাণকাজ দ্রুত শেষ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে রুপনা চাকমা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকাবাসীর আশীর্বাদে রাঙামাটির দুর্গম অঞ্চল থেকে আমার উঠে আসা। আমাকে যাঁরাই সহযোগিতা করেছেন, তাঁদের কাছে আমি বরাবর কৃতজ্ঞতা প্রকাশ করি।’

তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামে আমার একটি ভাঙা ঘর ছিল, সেখানে ঘরের চাল ভেদ করে বৃষ্টির পানি পড়ত। পাকা একটি ঘর পাওয়াতে খুব ভালো হয়েছে, আমি খুবই আনন্দিত।’

রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যথাসাধ্য চেষ্টায় রুপনা চাকমার বাড়ি তৈরি শেষ হয়েছে। আজ এই বাড়ির চাবি রুপনা চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীকালে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।’

এ সময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস, নানিয়াচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাজেদা নুরিয়া, নানিয়াচর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুয়েন খীসা, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বরুণ দেওয়ান উপস্থিত ছিলেন।

এদিকে রাঙামাটি জেলা প্রশাসক আসার খবরে রুপনা চাকমার বাড়িতে ভিড় করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক