হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় গণ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের গণ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

মঙ্গলবার থেকে ইউনিয়নের টিকাকেন্দ্রগুলোতে ঘুরে টিকা গ্রহীতাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ শেষে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলছেন। তবে এখনো টিকার আওতায় আসেনি এমন ব্যক্তিরাও সরকারের কাছে টিকার ব্যবস্থার জন্য আবেদন জানিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ ওয়ার্ড ও ৯৮টি ইউনিয়নে তিন দিন এ কার্যক্রম চলবে। এ জন্য ১১০টি টিকা কেন্দ্রে মোট ৩০৬টি বুথ স্থাপন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান আনসারী জানান, যারা গত মাসে প্রথম টিকা নিয়েছেন তাদেরই দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে ২শ মানুষকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গণ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। এ সময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান গণ টিকা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

এই প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২টি ওয়ার্ডে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। বাকি ৯৮টি ইউনিয়নেও টিকা দেওয়া হবে। এবার আমাদের টার্গেট ৬১ হাজার ২০০ জনকে টিকা প্রদান করা। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত টিকা কেন্দ্রগুলোতে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ