হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় গণ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের গণ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

মঙ্গলবার থেকে ইউনিয়নের টিকাকেন্দ্রগুলোতে ঘুরে টিকা গ্রহীতাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ শেষে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলছেন। তবে এখনো টিকার আওতায় আসেনি এমন ব্যক্তিরাও সরকারের কাছে টিকার ব্যবস্থার জন্য আবেদন জানিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ ওয়ার্ড ও ৯৮টি ইউনিয়নে তিন দিন এ কার্যক্রম চলবে। এ জন্য ১১০টি টিকা কেন্দ্রে মোট ৩০৬টি বুথ স্থাপন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান আনসারী জানান, যারা গত মাসে প্রথম টিকা নিয়েছেন তাদেরই দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে ২শ মানুষকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গণ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। এ সময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান গণ টিকা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

এই প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২টি ওয়ার্ডে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। বাকি ৯৮টি ইউনিয়নেও টিকা দেওয়া হবে। এবার আমাদের টার্গেট ৬১ হাজার ২০০ জনকে টিকা প্রদান করা। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত টিকা কেন্দ্রগুলোতে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে