হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কসবায় পণ্য পরিবেশকের মরদেহ উদ্ধার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসাদ মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার আকছিনা এমএম ব্রিকফিল্ড নামের একটি ইটভাটা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আসাদ মিয়া কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির কসবা উপজেলা ডিলারের পণ্য পরিবেশক হিসেবে কাজ করতেন। 

এ ঘটনায় কসবা বেসরকারি ওই কোম্পানির ডিলারের মালিক দিদারুল আলম আলমাস বলেন, ‘কোম্পানির পক্ষ থেকে আমার ডিলারের পরিবেশক হিসেবে কাজ করত আসাদ। সে পৌর শহরের সাহাপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকত। গত শনিবার সারা দিন এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মালামাল ডেলিভারি শেষে ফিরে আসার সময় তার নিকট বিক্রির নগদ ১ লাখ ২০ হাজার টাকা ছিল। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ওই দিন সন্ধ্যায় কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ রোববার সকালে আকছিনা এমএম ব্রিকফিল্ডের কাছ থেকে নিখোঁজ আসাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’ 

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘পণ্য ডেলিভারিম্যানকে খুঁজে না পেয়ে প্রাণের এজেন্ট দিদারুল আলম আলমাস গতকাল শনিবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আজ নিখোঁজ ওই ব্যক্তির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু