চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনসহ ৭ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গত রোববার রাতে সাতকানিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আইয়ুব আলী (৪১) উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগর মুহুরিপাড়ার মৃত হায়দার বক্সের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুজন কান্তি দে বলেন, গ্রেপ্তারকৃত আইয়ুবের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকসহ ৭টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।