হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় ইলিশ ধরার সময় কৃষি ব্যাংকের এজিএমসহ আটক ১৪

চাঁদপুর প্রতিনিধি

কৃষি ব্যাংকের এজিএমসহ ১৪ জনকে আটক করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞার শেষ সময়ে ইলিশ ধরার অপরাধে কৃষি ব্যাংক চাঁদপুর শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) কাইয়ুম খানসহ ১৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

রোববার (৩ নভেম্বর) বিকেল ৪ টা-রাত ৮টা পর্যন্ত নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার জানান, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় কৃষি ব্যাংক চাঁদপুর শাখার এজিএম কাইয়ুম খানকেও আটক করা হয়।

বিকেল ৪টা-রাত ৮টা পর্যন্ত নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

এছাড়া প্রায় এক লাখ মিটার অবৈধ জাল এবং ১০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। আটক ১৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হবে।

আটক ব্যাংক কর্মকর্তা কাইয়ুম খান কুমিল্লার বাসিন্দা। তিনি ব্যাংকের ভবনেই থাকতেন। তিনি সাংবাদিকদের বলেন, তিনি জানতেন না মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলছে। জেলে নৌকাটি তাঁর একজন পরিচিতি লোকের। ওই নৌকায় তিনি জেলেদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন।

এদিকে ২২ দিনের অভিযান প্রসঙ্গে সংক্ষিপ্ত প্রেস বিফ্রিং করেন পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। তিনি জানান, ২২ দিনের অভিযানে ৩৪৬ জেলে গ্রেপ্তার এবং ৭৫ লাখ ৯৭ হাজার মিটার জাল, ২ হাজার ৪৭৯ কেজি মাছসহ ১১৪টি জেলে নৌকা জব্দ করা হয়েছে। এছাড়া ২৯টি মোবাইল কোর্টে ১৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ