হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গৃহবধূ আমেনা খাতুন (২৮) হত্যার ঘটনায় আজ শুক্রবার এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আমেনা বেগম (৩০) নিহতের স্বামীর দ্বিতীয় বউয়ের বড় বোন।

নিহত আমেনা খাতুন উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দুধ পুকুরিয়া পূর্ব পাহাড় গফুর বাদশার বাড়ি এলাকার আবদুল গফুর ড্রাইভারের স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্বশুরবাড়িতে নিজ কক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাঁকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই দিন রাতে নিহতের বাবা মো. হাছি মিয়া বাদী হয়ে নিহতের স্বামী আবদুল গফুর ড্রাইভারকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দেন।

পুলিশ অভিযান চালিয়ে নিহতের স্বামীর দ্বিতীয় বউয়ের বড় বোন একই এলাকার মো. মোনাফের স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করে।

নিহতের স্বজনেরা জানান, ২০১৫ সালে আমেনা খাতুনের সঙ্গে একই এলাকার আবদুল গফুরের বিয়ে হয়। তাদের ৪ মাস বয়সী এক মেয়ে, ৪ ও ৭ বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। ৫ মাস আগে স্বামীর পরকীয়া প্রেমের বাধা দেওয়ায় আমেনা বেগমের ওপর নির্যাতন শুরু হয়। এর মধ্যে দ্বিতীয় বিয়ে করেন আবদুল গফুর। নিহতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ