হোম > সারা দেশ > কক্সবাজার

আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজার প্রতিনিধি

ফেরত বাংলাদেশি জেলেরা। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক ২৬ জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেরত এনেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াসংলগ্ন ট্রানজিট জেটিঘাট দিয়ে তাঁদের ফেরত আনা হয়।

সাগরে মাছ ধরতে নেমে নাফ নদী ও মোহনা থেকে এসব জেলেকে বিভিন্ন সময় ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের পর তৎপরতা শুরু করে।

পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকেলে ২৬ জেলেকে ফেরত দেয় আরাকান আর্মি। পরে নাফ নদী হয়ে জেলেদের নিয়ে আসে বিজিবি।

বিজিবির অধিনায়ক লে কর্নেল আশিকুর রহমান জানান, ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফেরত আসা জেলেদের মধ্যে কয়েকজন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাও রয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির প্রচেষ্টায় আটক ২৬ জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। বাকি জেলেদেরও ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি আরাকান আর্মি হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে ১৫ বাংলাদেশি এবং ১৪ জন রোহিঙ্গা জেলে ছিল।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল