চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের শান্তিরহাট নামক স্থানে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন রোয়াংছড়ি এলাকার কিলিরাম ত্রিপুরা (৩৬), আলীকদম এলাকার যেহেল ত্রিপুরা (৩৪) ও সুভাষ ত্রিপুরা (২২)।
এ বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চন্দনাইশ থানার ধোপাছড়ি ইউনিয়নের শান্তিরহাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি দেশীয় একনলা বন্দুক, তিনটি ধামা, গান পাউডার ও রশি উদ্ধার করা হয়। অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।