আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
আখাউড়া পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত দেড়টার দিকে আখাউড়া থানার পুলিশের নিয়মিত টহল দল পৌরসভার বাইপাস এলাকার জয়নাল মিয়ার বাড়ির সামনে থেকে মালিকবিহীন অটোরিকশার পাশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উপপরিদর্শক মহিন উদ্দিন দায়িত্বে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তের জন্য আমরা চেষ্টা করছি।’