হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

প্রথম অনুপস্থিত ২৫ পরীক্ষার্থীর মধ্যে ১০ জনেরই বিয়ে

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ১০ জনের বিয়ে হয়ে গেছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৫০৪ জনের মধ্যে ২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে রয়েছে এইচএসসির ৫ জন ও আলিমের ২০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৫০৪ জন অংশ নেওয়ার কথা ছিল। আ স ম আবদুর রব সরকারি কলেজ কেন্দ্রে ও রামগতি আহমদিয়া কলেজ কেন্দ্রে বিজ্ঞান শাখায় ১৬০ জন এর মধ্যে অনুপস্থিত ছিল ৫ জন। এ ছাড়া চর আলেকজান্ডার কামিল মাদ্রাসায় ৩৪৪ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২০ জন। অনুপস্থিত ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জন মেয়ে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মামুন অর রশিদ বলেন, ‘দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় অভিভাবকেরা তাঁদের মেয়েদের বিয়ে দিয়েছেন। অভিভাবক ও ছাত্রীদের অনাগ্রহের কারণে তাঁরা পরীক্ষায় অংশ নিচ্ছেন না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তনু বলেন, ‘করোনার কারণে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। এ বছর সংক্ষিপ্ত ও পুনর্বিন্যস্ত সিলেবাসের অধীনে শুধুমাত্র গ্রুপভিত্তিক তিনটি নৈর্ব্যক্তিক বিষয়ে পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে