হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতি থানায় কাজে ফিরলেন পুলিশ সদস্যরা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা আজ শুক্রবার দুপুরে কাজে ফিরেছেন। দেশের বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে পুলিশ সদস্যরা হতাহতের ঘটনার বিচার চেয়ে ১১ দফা দাবিতে কয়েক দিনের কর্মবিরতিতে ছিলেন।

আজ দুপুরে পুলিশ সদস্যরা থানায় আসার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা ওসিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘পুলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করা হবে। পুলিশ কারও শত্রু নয়, বন্ধ ও সেবক হয়ে কাজ করবে।’

রামগতি উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, ‘কয়েক দিন ধরে পুলিশ সদস্যরা ভয়ে থানায় আসেননি। আজকে ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা থানায় এসে কাজ যোগ দিলে তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।’

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেন নির্ভয়ে ও নিরাপদে কাজ করতে পারেন, তিনি সেই আশা করেন। পুলিশ সদস্যদের নিরপেক্ষভাবে বিভিন্ন থানায় কাজ করার পরামর্শ দেন তিনি।

লক্ষ্মীপুর জেলার আরও চার থানা ও তদন্ত কেন্দ্রে পর্যায়ক্রমে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে পুলিশ সদস্যেদের।

রায়পুর ও রামগঞ্জ থানায় হামলা ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। লুটে নেওয়া হয়েছে অস্ত্র।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির