হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতি থানায় কাজে ফিরলেন পুলিশ সদস্যরা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা আজ শুক্রবার দুপুরে কাজে ফিরেছেন। দেশের বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে পুলিশ সদস্যরা হতাহতের ঘটনার বিচার চেয়ে ১১ দফা দাবিতে কয়েক দিনের কর্মবিরতিতে ছিলেন।

আজ দুপুরে পুলিশ সদস্যরা থানায় আসার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা ওসিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘পুলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করা হবে। পুলিশ কারও শত্রু নয়, বন্ধ ও সেবক হয়ে কাজ করবে।’

রামগতি উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, ‘কয়েক দিন ধরে পুলিশ সদস্যরা ভয়ে থানায় আসেননি। আজকে ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা থানায় এসে কাজ যোগ দিলে তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।’

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেন নির্ভয়ে ও নিরাপদে কাজ করতে পারেন, তিনি সেই আশা করেন। পুলিশ সদস্যদের নিরপেক্ষভাবে বিভিন্ন থানায় কাজ করার পরামর্শ দেন তিনি।

লক্ষ্মীপুর জেলার আরও চার থানা ও তদন্ত কেন্দ্রে পর্যায়ক্রমে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে পুলিশ সদস্যেদের।

রায়পুর ও রামগঞ্জ থানায় হামলা ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। লুটে নেওয়া হয়েছে অস্ত্র।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা