হোম > সারা দেশ > চট্টগ্রাম

রেলওয়েতে ১০ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রেলওয়েতে ১০ পদে রদবদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার রেলভবনের উপপরিচালক (পার্সোনাল-১) শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন তত্ত্বাবধায়ক খালিদুন নেছাকে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (লালমনিরহাট) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিভাগীয় পরিবহন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসীকে রেলভবন ঢাকার উপপরিচালক (টিটি) পদে বদলি করা হয়েছে। সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলীকে রেলভবন ঢাকায় উপপরিচালক (টিসি) পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় পূর্বাঞ্চলে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (সি) ইতি ধরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে জনসংযোগ দপ্তরেরও দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে, রাজশাহীর ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার গৌতম কুমার কুণ্ডকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (সি) পদটিরও দায়িত্ব দেওয়া হয়েছে। পাকশীর বিভাগীয় পারসোনাল অফিসার আব্দুল্লাহ আল মামুনকে রাজশাহীর ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট পদে দায়িত্ব দেওয়া হয়েছে। রেলভবনের উপপরিচালক শাহ আলমকে ঢাকার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা পদে দায়িত্ব দেওয়া হয়েছে। রেলভবন ঢাকার উপপরিচালক মো. মিহরাবুর রশিদ খাঁনকে ঢাকার উপপরিচালক (ইন্টারচেঞ্জ) ও অতিরিক্ত উপপরিচালক পরিবেশের (পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্প) দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে, হালিশহরের রেলওয়ের ট্রেনিং অ্যাকাডেমির সিনিয়র ট্রেনিং অফিসার মোহাম্মদ আবুল কাশেমকে পূর্বাঞ্চলে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (সি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনার বিভাগীয় এরিয়া অপারেটিং ম্যানেজার মো. মজিবুর রহমানকে পাকশীর বিভাগীয় পারসোনাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা