হোম > সারা দেশ > চট্টগ্রাম

রেলওয়েতে ১০ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রেলওয়েতে ১০ পদে রদবদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার রেলভবনের উপপরিচালক (পার্সোনাল-১) শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন তত্ত্বাবধায়ক খালিদুন নেছাকে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (লালমনিরহাট) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিভাগীয় পরিবহন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসীকে রেলভবন ঢাকার উপপরিচালক (টিটি) পদে বদলি করা হয়েছে। সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলীকে রেলভবন ঢাকায় উপপরিচালক (টিসি) পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় পূর্বাঞ্চলে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (সি) ইতি ধরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে জনসংযোগ দপ্তরেরও দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে, রাজশাহীর ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার গৌতম কুমার কুণ্ডকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (সি) পদটিরও দায়িত্ব দেওয়া হয়েছে। পাকশীর বিভাগীয় পারসোনাল অফিসার আব্দুল্লাহ আল মামুনকে রাজশাহীর ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট পদে দায়িত্ব দেওয়া হয়েছে। রেলভবনের উপপরিচালক শাহ আলমকে ঢাকার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা পদে দায়িত্ব দেওয়া হয়েছে। রেলভবন ঢাকার উপপরিচালক মো. মিহরাবুর রশিদ খাঁনকে ঢাকার উপপরিচালক (ইন্টারচেঞ্জ) ও অতিরিক্ত উপপরিচালক পরিবেশের (পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্প) দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে, হালিশহরের রেলওয়ের ট্রেনিং অ্যাকাডেমির সিনিয়র ট্রেনিং অফিসার মোহাম্মদ আবুল কাশেমকে পূর্বাঞ্চলে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (সি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনার বিভাগীয় এরিয়া অপারেটিং ম্যানেজার মো. মজিবুর রহমানকে পাকশীর বিভাগীয় পারসোনাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ