হোম > সারা দেশ > চট্টগ্রাম

মদ খেয়ে প্রকাশ্য মাতলামি করার দায়ে সীতাকুণ্ডে যুবকের কারাদণ্ড

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মদ খেয়ে প্রকাশ্যে মাতলামি করার দায়ে যুবক মোহাম্মদ সুমনকে (২৫) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁকে ২০০ টাকা জরিমানাও করা হয়। 

আজ রোববার দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর রেললাইনসংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, অ্যালকোহল পান করে নেশাগ্রস্ত ওই যুবক মাতলামিসহ জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ করছিলেন। এমন খবর পেয়ে কুমিরার রহমতপুর রেললাইন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাঁকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানার করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, নেশাগ্রস্ত ওই যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়ার পর তাঁকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী