চট্টগ্রাম আদালত এলাকায় হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন উত্তম আচার্য (৬৫) নামের এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ভবন অ্যানেক্স–১ এর সামনে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই ব্যক্তি নগরের উত্তর কাট্টলী আচার্য পাড়ার বাসিন্দা।
নিহতের স্বজন সুমন আচার্য আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার সকালে আমার মামা এক আইনজীবীর সঙ্গে দেখা করতে আদালত ভবনে যান। দুপুরে মামার মৃত্যুর খবর পেলাম। মামা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। মামা পেশায় একজন জ্যোতিষী ছিলেন। তিনি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে চিকিৎসক জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা উত্তম আচার্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার কামরুল হাসান (প্রসিকিউশন) আজকের পত্রিকাকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।