হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফার্নিচার কারখানায় দেশীয় ব্র্যান্ডের ৬০০ বস্তায় ভারতীয় চিনি 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে একটি ফার্নিচার কারখানায় অবৈধভাবে মজুত করা ৬০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় কারখানার মালিককে আটক করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকার নাফিজ গলিতে অবস্থিত কারখানাটি থেকে বিপুল পরিমাণে এই চিনির মজুত জব্দ করা হয়। 

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই কারখানায় অভিযান চালানো হয়। পরে এখানে ৬০০ বস্তা চিনি পাওয়া যায়। কারখানার মালিক চিনি ক্রয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। মজুতকৃত চিনি ফ্রেশ ব্র্যান্ডের বস্তায় ভরানো ছিল। পরে মজুতকৃত চিনি ভারতীয় চিনি মর্মে জেলা কৃষি বিপণন কর্মকর্তা নিশ্চিত করেছেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে কারখানার মালিক মো. রব্বানকে (৪৫) আটকের পর চান্দগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের, চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াদ উছ সালেহীন ও ভূমি অফিসের কর্মচারীরা।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত