লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৬ জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ জরিমানা করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা এসব তথ্য নিশ্চিত করে জানান, গত শনিবার রাত থেকে গতকাল রোববার দিবাগত রাত ২টা পর্যন্ত কমলনগরে মেঘনা নদীর বিভিন্ন অংশে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালায়। এ সময় ১৬ জেলেকে আটক করা হয় এবং ১ হাজার ৭০০ কেজি মাছ, চারটি মাছ ধরার ট্রলার ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
তূর্য সাহা জানান, আটক জেলেদের পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে চারটি মামলায় প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। জেলেরা সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকার বাসিন্দা। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। আর জালগুলো পুড়িয়ে ফেলা হয়।