চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকার একটি পুরোনো মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হালিম।
নিহতের নাম মো. ইদ্রিস (৫০)। তিনি ওই মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং নামে একটি লেদ মেশিনের দোকানে কাজ করতেন। ইদ্রিস রাউজানের উরকিরচর এলাকার মৃত নূর হোসেনের ছেলে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হালিম আজকের পত্রিকাকে জানান, অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ অবস্থায় ইদ্রিস আলীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকাননের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’