হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্রমিকের ছদ্মবেশে শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করল পুলিশ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের কন্যাশিশুকে ধর্ষণ মামলার আসামি মো. সেকান্দর ওরফে ছুট্টুকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকা থেকে শ্রমিকের ছদ্মবেশ নিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

মো. সেকান্দর অলিনগর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। 

পুলিশ জানিয়েছে, গত ১১ এপ্রিল সন্ধ্যায় বাড়ির উঠানে খেলাধুলা করছিল সাত বছরের শিশুকন্যাটি। এ সময় শিশুটিকে কৌশলে ডেকে বাড়ির পাশের গোয়ালঘরে নিয়ে যান ছুট্‌টু। এরপর শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। এরপর শিশুটিকে ভয় দেখান বিষয়টি কাউকে না জানাতে। তবে ঘটনার কিছুদিন পর বিদ্যালয় খুললে শিশুটি তার সহপাঠীদের বিষয়টি বলে। এ ঘটনার পর সহপাঠীরা বিষয়টি তার মাকে জানালে তাঁরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পাশাপাশি চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যান। সেখানে শিশুটির পরীক্ষা-নিরীক্ষার পর তাঁরা গত ৮ মে রাতে মো. সেকান্দর ছুট্টুকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। 

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক রাজিব পোদ্দার আজকের পত্রিকাকে বলেন, মামলার পর ধর্ষক ছুট্টুকে গ্রেপ্তারে শ্রমিকের ছদ্মবেশে এলাকায় ঘুরতে শুরু করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ছুট্টু বাড়িতে এলে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশু ধর্ষণের সত্যতা স্বীকার করেন। তাঁকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক