খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গোডাউন থেকে পাচারের সময় এক ট্রাক সরকারি বই জব্দ করেছে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা। ২০২১-২০২২ সালের সরকারি টেক্সট বই (এনসিটিভি) ট্রাকে লোড করার সময় জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিত্যক্ত ভবনের গোডাউন থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-১৬২১১৪) বইগুলো লোড করে পাচার করার সময় জব্দ করা হয়।
এ বিষয়ে দীঘিনালা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি উষা আলো চাকমা বলেন, সরকার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা রাতের আঁধারে বই পাচারের কাজে নিয়োজিত ছিল তাঁদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা দরকার এবং সরকারি কর্মচারী জড়িত হয়ে বই পাচার করার নিন্দা জানাচ্ছি।
দীঘিনালা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আল মামুন বলেন, ‘ঘটনাটি শুনেছি। আমার অনুমতি ছাড়া বই গোডাউন থেকে বের করা হয়েছে। এই বিষয়ে আমি কিছু জানি না।’
এ বিষয়ে দীঘিনালা ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, ‘যারা বই পাচার কাজে জড়িত তাঁদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমি ঘটনাটি শুনে ঘটনাস্থলে এসে দেখেছি।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম পেয়ার আহমেদ বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।