হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক হামলায় নিহত ২ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুর্বৃত্তদের পৃথক হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার জামতলী ক্যাম্প ও কুতুপালং লাল পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১৫ নম্বর জামতলী ক্যাম্পের এ-৮ ব্লকের বাসিন্দা নুরুল বশর (৫৫) ও ক্যাম্প-৪ এক্সটেনশনের ব্লক সি/ ১ এর রশিদ আহমেদের ছেলে কবির আহমেদ (২৭)।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে শফিকুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসী গ্রুপের দুষ্কৃতকারীরা সকাল ৭টার দিকে নুরুল বশরকে জামতলী ক্যাম্প এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে এবং একই সময় কুতুপালং লাল পাহাড় এলাকায় দুষ্কৃতকারীরা কবির আহমেদকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে।

উল্লেখ্য, এর আগে গত ১১ সেপ্টেম্বর উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ক্যাম্প-৪ ও ক্যাম্প-২০ এ সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হয়েছিলেন।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি