হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়ায় রেলস্টেশন থেকে মালামাল চুরি করতে গিয়ে ধরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলের গুরুত্বপূর্ণ মালামাল চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম।

আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার গোপীনাথপুরের নতুনবাজার এলাকার মৃত হাছু মিয়ার ছেলে মো. ইয়াসিন মিয়া (২৪)।

পুলিশ জানায়, ইয়াসিন মিয়া রেলস্টেশনের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সিগন্যাল ও ক্যাবল-সংক্রান্ত যন্ত্রাংশ চুরি করছিলেন। পরে পুলিশের টহল দল তাঁকে আটক করে এবং তাঁর কাছ থেকে রেলের বেশ কিছু মালামাল জব্দ করে।

জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে, সিগন্যাল জামপার ৫১ পিস, সিগন্যাল বক্স কভার দুটি, সিগন্যাল কানেকটিং ক্যাবল দুটি, নীল ও কালো রঙের ক্যাবল।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন ধরেই রেলের মালামাল চুরি হচ্ছে এমন অভিযোগ পাচ্ছি, কিন্তু কাউকে ধরতে পারছিলাম না। অবশেষে চোর চক্রের একজনকে আটক করতে সক্ষম হয়েছি। রেলের মালামাল রক্ষা ও নিরাপত্তার স্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে। আটক চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি