হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়ায় রেলস্টেশন থেকে মালামাল চুরি করতে গিয়ে ধরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলের গুরুত্বপূর্ণ মালামাল চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম।

আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার গোপীনাথপুরের নতুনবাজার এলাকার মৃত হাছু মিয়ার ছেলে মো. ইয়াসিন মিয়া (২৪)।

পুলিশ জানায়, ইয়াসিন মিয়া রেলস্টেশনের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সিগন্যাল ও ক্যাবল-সংক্রান্ত যন্ত্রাংশ চুরি করছিলেন। পরে পুলিশের টহল দল তাঁকে আটক করে এবং তাঁর কাছ থেকে রেলের বেশ কিছু মালামাল জব্দ করে।

জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে, সিগন্যাল জামপার ৫১ পিস, সিগন্যাল বক্স কভার দুটি, সিগন্যাল কানেকটিং ক্যাবল দুটি, নীল ও কালো রঙের ক্যাবল।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন ধরেই রেলের মালামাল চুরি হচ্ছে এমন অভিযোগ পাচ্ছি, কিন্তু কাউকে ধরতে পারছিলাম না। অবশেষে চোর চক্রের একজনকে আটক করতে সক্ষম হয়েছি। রেলের মালামাল রক্ষা ও নিরাপত্তার স্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে। আটক চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ