হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়ায় রেলস্টেশন থেকে মালামাল চুরি করতে গিয়ে ধরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলের গুরুত্বপূর্ণ মালামাল চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম।

আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার গোপীনাথপুরের নতুনবাজার এলাকার মৃত হাছু মিয়ার ছেলে মো. ইয়াসিন মিয়া (২৪)।

পুলিশ জানায়, ইয়াসিন মিয়া রেলস্টেশনের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সিগন্যাল ও ক্যাবল-সংক্রান্ত যন্ত্রাংশ চুরি করছিলেন। পরে পুলিশের টহল দল তাঁকে আটক করে এবং তাঁর কাছ থেকে রেলের বেশ কিছু মালামাল জব্দ করে।

জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে, সিগন্যাল জামপার ৫১ পিস, সিগন্যাল বক্স কভার দুটি, সিগন্যাল কানেকটিং ক্যাবল দুটি, নীল ও কালো রঙের ক্যাবল।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন ধরেই রেলের মালামাল চুরি হচ্ছে এমন অভিযোগ পাচ্ছি, কিন্তু কাউকে ধরতে পারছিলাম না। অবশেষে চোর চক্রের একজনকে আটক করতে সক্ষম হয়েছি। রেলের মালামাল রক্ষা ও নিরাপত্তার স্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে। আটক চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক

চবিতে আবারও ভুয়া শিক্ষার্থী আটক