হোম > সারা দেশ > কুমিল্লা

এবি পার্টির চেয়ারম্যানের বোনের বাড়িতে ভাঙচুর-আগুন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

চৌদ্দগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ। ছবি: আজকের পত্রিকা

গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। গতকাল মঙ্গলবার উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রাশেদা আখতার চৌদ্দগ্রাম উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাঁর স্বামী মুক্তিযোদ্ধা আলী হোসেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং গুণবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। এ ছাড়া তিনি আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর বড় বোন।

রাশেদা আখতার জানান, তাঁরা সপরিবার কুমিল্লা শহরে ভাড়া বাসায় থাকেন। গতকাল গভীর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এতে বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়।

রাশেদা আখতার বলেন, ‘আমার স্বামী আলী হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি ১৯৭১ সালে ফেনীর বিলোনিয়া সীমান্তে ৪ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। ৫ আগস্টের পর দুষ্কৃতকারীদের হুমকির মুখে গ্রামের বাড়িতে যেতে পারছি না। এর আগেও দুষ্কৃতকারীরা একবার বাড়িটিতে হামলা করে ভাঙচুর করে। গতকাল গভীর রাতে আবার হামলা চালিয়ে ভাঙচুর শেষে আগুন দিয়ে ঘরের সব মালপত্র জ্বালিয়ে দেওয়া হয়েছে।’

চৌদ্দগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতারের বাড়িতে হামলার খবর পেয়ে আজ বুধবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এই হামলা চালিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। কেন এই হামলার ঘটনা ঘটেছে, এরও তদন্ত হচ্ছে।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের