হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদাবাজিসহ নানা অভিযোগ: গিয়াস উদ্দিন কাদেরসহ বিএনপির ৩ নেতাকে শোকজ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সামির কাদের চৌধুরী ও নুরুল হুদা। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ দলটির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ এনে তাঁদের কাছে এসবের ব্যাখ্যা চাওয়া হয়।

নোটিশে বলা হয়, উল্লিখিত তিন নেতা ধনী ব্যবসায়ীর তালিকা করে কোটি কোটি টাকা আদায় করেন; রাউজানের সিআইপি ব্যবসায়ী ইয়াছিন চৌধুরীর কাছে দেড় কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে সন্ত্রাসীদের দিয়ে বাড়ি পুড়িয়ে দেন; সিআইপি ফোরকান উদ্দিনের কাছে এক কোটি টাকা চাঁদা চেয়ে না পেয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়; স্বঘোষিত কমিটি দিয়ে ঔদ্ধত্য প্রকাশসহ ছয় বছর পর বিদেশ থেকে ফিরে সন্ত্রাসীদের দিয়ে রাউজানে অস্থিরতা সৃষ্টি করা হয়।

নোটিশে তাঁদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, লিখিতভাবে এর জবাব আগামী তিন দিনের মধ্যে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া অন্য দুজন হলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির সদস্য সামির কাদের চৌধুরী এবং উপজেলার নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল