প্রতিনিধি আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় অনলাইনে অ্যাপের মাধ্যমে বিনা মূল্যে করোনা টিকার জন্য নিবন্ধন, টিকা কার্ড দেওয়া ও তথ্যসহায়তা কার্যক্রম শুরু হয়েছে। রায়পুর ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্র এ উদ্যোগ নিয়েছে।
২৭ তারিখ মঙ্গলবার বিকেলে রায়পুর ইউনিয়নের পরিষদ কার্যালয়ের তথ্যসেবা কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আবদুস ছালেক মাস্টার, সচিব লিটন বিশ্বাসসহ বেশ কয়েকজন।
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম জানান, নিবন্ধনের প্রথম দিনে ২০০ মানুষকে নিবন্ধনসহায়তা দেওয়া হয়েছে।