হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়া সীমান্তে আরসার সন্ত্রাসী হামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের উগ্রপন্থী সশস্ত্র গ্রুপ আরসার সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার আগে মিয়ানমারের ভূখণ্ড থেকে ঢুকে দুই শতাধিক সশস্ত্র সন্ত্রাসী এই হামলা চালায় বলে তাঁরা জানিয়েছেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলেছে, ‘ইয়াবা কেনাবেচাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। পরে বিজিবির সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের গোলাগুলি শুরু হয়।’ 

স্থানীয় লোকজন জানিয়েছেন, উপজেলার পালংখালী ইউনিয়নের বিল হাজির বাড়ি সীমান্ত এলাকা থেকে গতকাল বিকেলে এক নারীসহ তিনজনকে আটক করেন বিজিবির সদস্যরা। তাঁদের মধ্যে আরসার এক শীর্ষ নেতার স্ত্রীও ছিলেন। তাঁদের আটকের পরই মিয়ানমার থেকে সীমান্তে অনুপ্রবেশ করে দুই শতাধিক সন্ত্রাসী বিজিবির বিওপি লক্ষ্য করে কয়েক শ গুলি ছোড়ে। পরে আটক ব্যক্তিদের নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা মিয়ানমারে ঢুকে পড়ে। 

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে গোলাগুলি হয়। প্রায় আধা ঘণ্টা গোলাগুলি চলে। ঘটনার পর থেকে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিজিবির অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে রয়েছেন।’ 

এ বিষয়ে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘সন্ধ্যায় সীমান্তে গোলাগুলির খবর শুনে তিনি ঘটনাস্থলে পৌঁছান। এ বিষয়ে পরে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে।’ 

পরে সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে সাইফুল ইসলাম জানান, বালুখালী বিওপি থেকে দেড় কিলোমিটার দূরে সীমান্তের কাছে সন্ধ্যার দিকে ইয়াবা কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় বিওপির একটি টহল দল এগিয়ে গেলে ইয়াবা ব্যবসায়ীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি শুরু করে। পাল্টা গুলি করলে ইয়াবা ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী