হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি

আধিপত্য বিস্তারের জেরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। আজ সোমবার উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে। 

নিহত রোহিঙ্গা মোহাম্মদ ইসমাইল (৩০) ওই ব্লকের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 


স্থানীয়দের বরাতে ওসি মো. শামীম হোসেন বলেন, ‘বিকেলে রোহিঙ্গা আশ্রয়শিবিরের কুতুপালং ২-ইস্ট নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বালুর মাঠের পাশ দিয়ে মোহাম্মদ ইসমাইল বাড়ি ফিরছিল। এ সময় ৫-৬ জন অজ্ঞাত দুর্বৃত্ত তার গতিরোধ করে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় বালুর মাঠে নিয়ে ইসমাইলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদ ইসমাইলকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, ‘নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। 

তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

শামীম হোসেন আরও বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে