হোম > সারা দেশ > কক্সবাজার

রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘বৈষম্যমূলক’ বিজ্ঞপ্তি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কক্সবাজার সরকারি মহিলা কলেজ। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২ উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে প্রকাশিত প্রতিযোগিতার ১ নম্বর শর্ত অনুযায়ী ওই কলেজে অধ্যয়নরত কক্সবাজার জেলার সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে না। বিজ্ঞপ্তিতে উখিয়া ও টেকনাফের শিক্ষার্থী ব্যতীত অন্যরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।

এরই মধ্যে প্রকাশিত এই বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত উখিয়া উপজেলার এক ছাত্রী বলে, ‘কলেজ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আমরা যারা উখিয়া-টেকনাফের শিক্ষার্থী, তারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারব না। কলেজে জেলার সব প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসে। আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।’ 

বিজ্ঞপ্তি প্রসঙ্গে কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান বলেন, ‘প্রতিযোগিতাটি আয়োজন করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির নির্দেশনা অনুযায়ী আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি।’

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘উখিয়া-টেকনাফে ডিএনসির আলাদা অফিস রয়েছে। আজকে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতাও করেছি অনুরূপ নির্দেশনা অনুযায়ী উখিয়া-টেকনাফ ব্যতিরেকে।’ 

উখিয়ার এক শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘এটি সম্পূর্ণ সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। উখিয়া-টেকনাফকে পৃথক করে আমাদের বাচ্চাদের সমতা হরণ করা হয়েছে।’

ডিএনসি এবং কলেজের দেওয়া অজুহাত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলছেন মানবাধিকার কর্মীরা। তাদের দাবি, এটি স্পষ্টত বৈষম্যমূলক আচরণ। ফলে এই ধরনের আয়োজন উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের প্রতি অন্য শিক্ষার্থীদের মধ্যে ঘৃণা-বিদ্বেষ জন্মাবে। শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে ভবিষ্যতের কর্ণধারদের সমতার শিক্ষা দেবে, সেখানে এই ধরনের আচরণ মেনে নেওয়ার মতো নয়।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু