হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে মন্দির থেকে অজ্ঞাতনামার ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পাহাড়ের ভেতরে থাকা বাড়বানল অগ্নিকুণ্ড মন্দিরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ। তিনি আজকের পত্রিকাকে জানান, ‘আজ দুপুরে পূজা দিতে গিয়ে মন্দিরের আড়ার সঙ্গে অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান পুরোহিত। এ সময় তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ নিয়ে পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আরও জানান, গলায় ফাঁস নেওয়ার আগে অজ্ঞাত ব্যক্তিটি মন্দিরে স্থাপিত মূর্তির সামনে লুঙ্গি বিছিয়ে সেখানে ফুল ছিটানোর পাশাপাশি ও মোমবাতি জ্বালিয়ে দেয়। এরপর বাইরে থেকে পাথর এনে তার ওপর দাঁড়িয়ে মন্দিরের আড়ার সঙ্গে মাফলার বেঁধে তারপর গলায় পেঁচিয়ে ফাঁস নেন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তারা সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক দল হাসপাতালে গিয়ে নিহত ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছেন।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল