হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু

আখাউড়া প্রতিনিধি

একদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে আবারও শুরু হয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি। ছবি: আজকের পত্রিকা

এক দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে আবারও শুরু হয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি।

মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, ব্যবসায়ীদের কিছু ব্যক্তিগত কারণে গতকাল (২১ মে) আমরা মাছ রপ্তানি বন্ধ রেখেছিলাম। তবে আজ সকাল থেকে পুনরায় রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে ছয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতের এমন সিদ্ধান্তে দুই দেশের পারস্পরিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা দ্রুত কূটনৈতিক পর্যায়ে সমাধান চেয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভারত সরকার যেসব পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশি তৈরি পোশাক, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, সুতা ও সুতার উপজাত এবং আসবাবপত্র। এর মধ্যে তৈরি পোশাক ও কাঠের আসবাব ছাড়া অন্যান্য পণ্য নিয়মিতভাবে আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি হতো।

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বন্দরটি দিয়ে প্রায় ৪২৮ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি বেড়ে হয়েছে ৪৫৩ কোটি টাকা। একই সময়ে আমদানি হয়েছে মাত্র ১০৬ টন পণ্য।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির