হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু

আখাউড়া প্রতিনিধি

একদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে আবারও শুরু হয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি। ছবি: আজকের পত্রিকা

এক দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে আবারও শুরু হয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি।

মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, ব্যবসায়ীদের কিছু ব্যক্তিগত কারণে গতকাল (২১ মে) আমরা মাছ রপ্তানি বন্ধ রেখেছিলাম। তবে আজ সকাল থেকে পুনরায় রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে ছয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতের এমন সিদ্ধান্তে দুই দেশের পারস্পরিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা দ্রুত কূটনৈতিক পর্যায়ে সমাধান চেয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভারত সরকার যেসব পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশি তৈরি পোশাক, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, সুতা ও সুতার উপজাত এবং আসবাবপত্র। এর মধ্যে তৈরি পোশাক ও কাঠের আসবাব ছাড়া অন্যান্য পণ্য নিয়মিতভাবে আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি হতো।

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বন্দরটি দিয়ে প্রায় ৪২৮ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি বেড়ে হয়েছে ৪৫৩ কোটি টাকা। একই সময়ে আমদানি হয়েছে মাত্র ১০৬ টন পণ্য।

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দোকানের কর্মচারীর মৃত্যু

চট্টগ্রামে সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন গ্রেপ্তার

দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন, চট্টগ্রামে ‘পাহাড়খেকো’ জসিমের বিরুদ্ধে দুদকের মামলা

১৯৬৩ কোটি টাকা আত্মসাৎ: এস আলমের সাইফুলসহ ৩৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

সিএমপির ১৬ থানায় ঘুরেফিরে পুরোনোরাই ওসি

৬ একর জমি নিয়ে চট্টগ্রাম বন্দর ও জেলা প্রশাসনের বিরোধ, বরাদ্দ পেল সিটি করপোরেশন

শিশুর জটিল চিকিৎসা নিয়ে প্রশিক্ষণ আদান-প্রদান ৮০ চিকিৎসকের

আগামী নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে: সালাহউদ্দিন আহমদ

ধর্মীয় শিক্ষা প্রাথমিক থেকেই শুরু করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা