হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার, পরিবার বলছে প্রেমের কারণে আত্মহত্যা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় শহীদুল ইসলাম (২৬) নামের এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার বলছে, তিনি আত্মহত্যা করেছেন। 

মৃত শহীদুল ভাটিখাইন ইউনিয়ন ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবদুল খালেক চেয়ারম্যানের বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। 

মৃতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের সবার অগোচরে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন। ঝুলন্ত মরদেহটি জানালা দিয়ে এক শিশু তাঁকে দেখতে পেয়ে পরিবারের লোকজন খবর দিলে দৌড়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক ঘটনাটি আত্মহত্যা জনিত হওয়ায় চমেক হাসপাতালে রের্ফাড করেন। এ সময় পরে তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন। 

পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামিহা রওশন বলেন, ‘রাত ৭টা ৫০ মিনিটে শহীদুল ইসলাম নামের একজনকে হাসপাতালে নিয়ে আসে। এ সময় আমরা তার ইসিজি করে নিশ্চিত হই, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।’ 

ভাটিখাইন ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, শহীদের বাবা নুরুল ইসলাম দুই বিয়ে করেছিলেন। প্রথম ঘরের ৩ ছেলে ও ৪ মেয়ে এবং দ্বিতীয় ঘরে ছাত্রলীগ নেতা শহীদুল ইসলামসহ ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে। 

মৃত শহীদের বড় ভাই মো. শাহজাহান জানান, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমি পটিয়া সদরে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। আমার ছোট ভাই লিটনের শ্যালিকার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল শহীদের। সে কারণে আত্মহত্যা করে থাকতে পারে। আমাকে পটিয়া থানার ওসি থানায় ডেকে নিয়ে একটা ফরমে স্বাক্ষর নিয়েছেন।’ 

এদিকে এ প্রতিবেদক রাত নয়টার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ পাওয়া যায়নি। জানতে চাইলে সেখানে আসা পটিয়া থানা-পুলিশের উপপরিদর্শক মোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা আসার আগেই লাশটি হাসপাতাল থেকে নিয়ে গেছে। আমরা নিহতের বড়ভাই শাহজাহানের সাথে কথা বলছি।’ 

পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে ছাত্রলীগ নেতা শহীদ আত্মহত্যা করেছে।’ 

এ রকম একটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ‘সে আত্মহত্যা করলে আমাদের কি করার আছে। এ ব্যাপারে তার পরিবারের কারও অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।’

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা