হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘মুক্তিযোদ্ধাদের ত্যাগেই আমরা স্বাধীন দেশ পেয়েছি’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘বীর মুক্তিযোদ্ধারা দেশের অতন্দ্র প্রহরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় আমরা স্বাধীন ও সার্বভৌম লাল সবুজের বাংলাদেশ পেয়েছি’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। 

আজ বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কমান্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।   

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো.  আনোয়ার হোসেন বলেন,  চাকরি জীবনে যখন যে অবস্থানে থেকেছি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা কাজ করেছি। ভবিষ্যতেও করে যাব। বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ করা যাবে না। শুধু অনুভব করা যায়। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম নগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন-অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল, বান্দরবান জেলা কমান্ডার আবুল কাশেম চৌধুরী বীরপ্রতীক, কক্সবাজার জেলা কমান্ডার মোহাম্মদ নুরুল আবছার, খাগড়াছড়ি জেলা কমান্ডার মো.  রইছ উদ্দিন, ফেনী জেলা কমান্ডার আবদুল মোতালেব, রাঙামাটি জেলা কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, নোয়াখালী জেলা কমান্ডার মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডার হারুনুর রশিদ প্রমুখ। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু