হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তা বদলি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে গ্রাহকের পাঁচ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ হওয়ার ঘটনায় পূবালী ব্যাংকের নতুন বাজার শাখার ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পূবালী ব্যাংকের কুমিল্লা রিজিওনাল অফিসার (আরএম) জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জহিরুল ইসলাম বলেন, চাঁদপুর শহরের নতুন বাজার পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর এখনো খোঁজ মেলেনি। তিনি গ্রাহকের পাঁচ কোটি টাকা নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাংকের একাধিক তদন্ত টিম কাজ করছে। একই সঙ্গে পৃথকভাবে নিখোঁজ ডায়েরি (জিডি) ও গ্রাহক ওকে এন্টারপ্রাইজের করা মামলার তদন্তকাজ করছে পুলিশ।

এদিকে ব্যাংকে থাকা নবাগত ম্যানেজার মো. হুমায়ন কবিরসহ সব কর্মকর্তাকে বদলি করে কুমিল্লা রিজিওনাল অফিসে নেওয়া হয়েছে। আগামী রোববার (২১ এপ্রিল) থেকে এই শাখায় নতুন সেটআপে কর্মকর্তারা গ্রাহক সেবা দেবেন।

ব্যাংকের নিখোঁজ ম্যানেজার শ্রীকান্ত নন্দী ৪ এপ্রিল বেলা ৩টার পর থেকে নিখোঁজ। তিনি ওকে এন্টারপ্রাইজের ২ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার টাকা অধিক মুনাফার কথা বলে কচুয়ার আশ্রাফপুর এলাকার দলিল লেখক মারুফের নগদ ৭৫ লাখ টাকা এবং চাঁদপুর শহরের ব্যবসায়ী ও ঠিকাদার আকবর হোসেন লিটন কয়েক ভাগে নেওয়া নগদ ১ কোটি ৭৬ লাখ টাকা নিয়ে লাপাত্তা রয়েছেন।

ঘটনার পর থেকে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ও দুদক চাঁদপুর কার্যালয় এই ঘটনায় তদন্তকাজ করছে। নিখোঁজ ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী জেলার কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি সপরিবার কুমিল্লায় থাকতেন। সে বাসায় এখন তালা ঝুলানো। তিনি গত ১৪ জানুয়ারি পূবালী ব্যাংকের নতুন বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী