হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তা বদলি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে গ্রাহকের পাঁচ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ হওয়ার ঘটনায় পূবালী ব্যাংকের নতুন বাজার শাখার ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পূবালী ব্যাংকের কুমিল্লা রিজিওনাল অফিসার (আরএম) জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জহিরুল ইসলাম বলেন, চাঁদপুর শহরের নতুন বাজার পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর এখনো খোঁজ মেলেনি। তিনি গ্রাহকের পাঁচ কোটি টাকা নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাংকের একাধিক তদন্ত টিম কাজ করছে। একই সঙ্গে পৃথকভাবে নিখোঁজ ডায়েরি (জিডি) ও গ্রাহক ওকে এন্টারপ্রাইজের করা মামলার তদন্তকাজ করছে পুলিশ।

এদিকে ব্যাংকে থাকা নবাগত ম্যানেজার মো. হুমায়ন কবিরসহ সব কর্মকর্তাকে বদলি করে কুমিল্লা রিজিওনাল অফিসে নেওয়া হয়েছে। আগামী রোববার (২১ এপ্রিল) থেকে এই শাখায় নতুন সেটআপে কর্মকর্তারা গ্রাহক সেবা দেবেন।

ব্যাংকের নিখোঁজ ম্যানেজার শ্রীকান্ত নন্দী ৪ এপ্রিল বেলা ৩টার পর থেকে নিখোঁজ। তিনি ওকে এন্টারপ্রাইজের ২ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার টাকা অধিক মুনাফার কথা বলে কচুয়ার আশ্রাফপুর এলাকার দলিল লেখক মারুফের নগদ ৭৫ লাখ টাকা এবং চাঁদপুর শহরের ব্যবসায়ী ও ঠিকাদার আকবর হোসেন লিটন কয়েক ভাগে নেওয়া নগদ ১ কোটি ৭৬ লাখ টাকা নিয়ে লাপাত্তা রয়েছেন।

ঘটনার পর থেকে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ও দুদক চাঁদপুর কার্যালয় এই ঘটনায় তদন্তকাজ করছে। নিখোঁজ ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী জেলার কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি সপরিবার কুমিল্লায় থাকতেন। সে বাসায় এখন তালা ঝুলানো। তিনি গত ১৪ জানুয়ারি পূবালী ব্যাংকের নতুন বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে