হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের অবস্থান, অনশনের হুমকি 

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এবার তিন ঘণ্টার প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে সমিতি।  

আজ বুধবার দুপুরে বিশ্বিবদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।

অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘আমরা একটা ন্যায় সঙ্গত আন্দোলনে আছি। বিশ্ববিদ্যালয়ের আইনকে সমুন্নত রাখার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অবিলম্বে উপাচার্য ও সহউপাচার্যের পদত্যাগ দাবি করছি। আন্দোলনরত শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আমরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করব।’ 

উপাচার্যের চায়ের দাওয়াত, সমিতির প্রত্যাখান:
এ দিকে অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্যের পক্ষ থেকে দুজন প্রতিনিধি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করে আন্দোলনের বিষয় আলোচনা করতে চায়ের দাওয়াত দেন। তবে সমিতির নেতারা তা প্রত্যাখান করেন। 

এ বিষয়ে জানতে চাইলে সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘মঙ্গলবার উপাচার্যের দুজন প্রতিনিধি চায়ের দাওয়াত নিয়ে আসছিলেন। আগে একবার চায়ের দাওয়াতে গিয়ে অপমানিত হয়েছি। এর পুনরাবৃত্তি আর চাই না।’ 

তিনি আরও বলেন, ‘এটা আমাদের বিষয় না। এটার সঙ্গে পুরো শিক্ষক সমাজ জড়িত। তাদের কেউই আলোচনার ব্যাপারে আগ্রহী না। তিনি (উপাচার্য) যে আচরণ করেছেন, যে ভূমিকা নিয়েছেন তা ন্যাক্করজনক ও দুঃখজনক। তাঁর সঙ্গে এখন আর আলোচনার সুযোগ নেই। এটা শিক্ষক সমিতির সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে আমরা এ কথা জানিয়েছি।’ 

এর আগে রোববার আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষককে সঙ্গে নিয়ে উপাচার্যকে চিঠি দিতে যান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এ সময় উপাচার্য সমিতির নেতৃবৃন্দকে চিঠি পড়ে শোনাতে বলেন। সমিতির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চিঠি পড়া শুরু করলে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উপাচার্য তাঁর কক্ষ ছেড়ে কনফারেন্স রুমে চলে যান। পরে উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় দুপুর ২টায় নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে তাঁর কার্যালয়ে চার ঘণ্টা অবস্থান নেন। এরপর উপাচার্য তাঁর বাঙলোতে গিয়ে ’গোপনে’ আইন বিভাগের নিয়োগ বোর্ড বসালে শিক্ষক সমিতি উপাচার্য ও সহউপাচার্যের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী